![রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু | Rose Valley Return Money](https://banglaonlinetips.in/wp-content/uploads/2024/09/রোজভ্যালি-770x470.png)
রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু | Rose Valley Return Money
Rose Valley Return Money: যারা রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের কাজ শুরু হল।
![রোজভ্যালি](https://banglaonlinetips.in/wp-content/uploads/2024/09/রোজভ্যালি-1024x512.png)
রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটিকে (ADC) ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Ed) । প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা দিল ED | এবার ওই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) ।
আদালতের নির্দেশেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল। ED সূত্রে খবর, সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারীক, জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান, ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ এবং স্পেশাল ডিরেক্টর সুভাষ অগরওয়াল, অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান। সেখানে জরুরি বৈঠক হয়। সেখানে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। (Enforcement Directorate)
একটি সূত্র দাবি করেছে যে সম্পদ নিষ্পত্তি কমিটি রোজ ভ্যালি জব্দ করা তহবিল এবং সম্পত্তির 19.40 কোটি টাকা পেয়েছে। (Rose Valley Return Money)।
ওই টাকা এবার যারা টাকা রেখেছিল তাদের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই ED-র তরফে আমানতকারীদের টাকা ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে ADC কে ।
সম্প্রতি নির্দেশ দেয় বিশেষ PMLA আদালত যে, রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে । অ্যাসেট ডিজপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় রোজভ্যালির ১১.৯৯ কোটি টাকা মূল্যের ১৪টি ফিক্সড ডিপোজিট । গোটা বিষয়টি সম্পন্ন হবে আদালতের নজরদারিতে জানানো হয়।
এর পর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) গঠন করা হয়। আদালত নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে রোজভ্যালির সম্পত্তি নিলাম করে আমানতকারিদের টাকা ফেরত দিতে হবে ।
আরও পড়ুন:-
কমিটি খোলে অন্য অ্যাকাউন্টে তহবিল জমা করা উচিত। এভাবেই ইডি তৈরি করে “পঞ্চনামা।” আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় (rosevalleyadc.com) , যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরতের আবেদন করতে পারেন আমানতকারীরা।
আবেদনকারীদের সমস্ত কাগজপত্র যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতোই এবার টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।
প্রথম ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ডের পর্দাফাঁস হয়। এর পর রোজভ্যালি চিটফান্ডের দুর্নীতির কথাও সামনে আসে। তদন্তে নামে ED, CBI । পরে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু কে গ্রেফতার করা হয়।
এখনও তিনি জেলেই রয়েছেন। সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করলো রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (Adc) ।
কবে টাকা ফেরত দেবে:-
Table of Contents
প্রথম দফার টাকা দুর্গাপুজোর আগেই ব্যাংক একাউন্টে ফেরত দেওয়া হবে । তারপর ধাপে ধাপে টাকা ফেরানোর কাজ চলতেই থাকবে।