কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2025 আলু চাষে ক্ষতির জন্য রাজ্য সরকার দিল ১৫৮ কোটি টাকা new update
মুখ্যমন্ত্রী মমতা কৃষকদের পাশে, সকল কৃষকই পাবেন আর্থিক সহায়তা
‘কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে ২০২৫’: আলু চাষে ক্ষতির জন্য রাজ্য সরকার দিল ১৫৮ কোটি টাকা
এই মুহূর্তে প্রায় প্রতিদিনই ঝড়-বৃষ্টি হচ্ছে, যার ফলে কৃষিকাজে প্রচুর ক্ষতি হচ্ছে।
গত রবি মরসুমে আকস্মিক বৃষ্টির ফলে আলুর চাষে মারাত্মক ক্ষতি হয়। অনেক কৃষক চরম দুশ্চিন্তায় পড়ে যান। তখন অনেকেই ভেবেছিলেন, সবকিছু বুঝি শেষ! কিন্তু এবার রাজ্য সরকার সেই কৃষকদের মুখে হাসি ফেরাতে বড় ঘোষণা করল।

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে ২০২৫
মঙ্গলবার, ২০ মে থেকে ‘বাংলা ফসল বীমা’ প্রকল্পের আওতায় রাজ্যের এক লাখেরও বেশি আলু চাষির অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছাতে শুরু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার মোট ১৫৮ কোটি টাকা দিচ্ছে এই চাষিদের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই খুশির খবর শেয়ার করেছেন এক্স (পূর্বতন টুইটার)-এ। তিনি লিখেছেন:
“আজ থেকে এক লক্ষের বেশি আলু চাষির অ্যাকাউন্টে ১৫৮ কোটি টাকা পাঠানো হচ্ছে। সবাইকে অভিনন্দন।”
আসলে এই মরসুমে ঝড়, বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে অনেক আলু নষ্ট হয়ে যায়। সেই ক্ষতির কিছুটা পূরণ করতেই সরকার এই টাকা দিচ্ছে।
এর আগেও রাজ্য সরকার কৃষকদের পাশে থেকেছে। যেমন, গত বছর ঘূর্ণিঝড় দানা-র সময় যখন বহু জমি জলে ডুবে যায়, তখন প্রায় ৯ লাখ কৃষককে ৩৫১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় ‘বাংলা ফসল বীমা’ থেকে।
এইবার কৃষকরা আরও একটি বড় সুবিধা পাচ্ছেন—আগে আলু বা আখের চাষ করলে বীমার জন্য কিছু প্রিমিয়াম দিতে হতো। এখন আর সেই টাকা কৃষকদের দিতে হচ্ছে না। সরকারই তা নিজে বহন করছে।
নবান্ন সূত্রে জানা গেছে, বাংলা ফসল বীমা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক কোটি কৃষক মোট ৩৭২০ কোটি টাকারও বেশি সহায়তা পেয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন,
“ভবিষ্যতেও আমরা বাংলার কৃষকদের পাশে থাকব। কৃষকদের রক্ষা করতে এরকম সহায়তা আমরা চালিয়ে যাব।”
প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসলের ক্ষতি হয় ঠিকই, কিন্তু সেই সময়ে যদি সরকার পাশে থাকে, তাহলে কিছুটা সুরাহা মেলে। এবারও যেমন সরকার তাদের পাশে আছে। ফলে বাংলার হাজার হাজার আলু চাষি এখন কিছুটা স্বস্তি পেয়েছেন। কৃষকদের চিন্তা কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে।
Website:-Click on